বরইকান্দি থেকে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রান্তডেস্ক: আজ সকাল ১১টার দিকে দক্ষিণসুরমা থানাধীন বরইকান্দিতে সুরমা নদীর পাড় থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, বরইকান্দির টেকনিক্যাল রোডের এক রাইস মিলের সামনে নদীর পাড়ে মরদেহটি বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়। দেহ পচে গেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
তিনি জানান, পুলিশের পাশাপাশি পিবিআইর একটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ শুরু হয়েছে।