স্ত্রীর লাশের পাশে পড়েছিলেন আহত স্বামী, দুজনেরই গলাকাটা
প্রান্তডেস্ক: রাজধানীর ভাটারায় বন্যা আক্তার (১৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ওই সময় তার স্বামী মো. সুজন (২৫) রক্তাক্ত অবস্থায় পাশে পড়েছিলেন। তারও গলাকাটা ছিল।
পুলিশ জানিয়েছে, রোববার মধ্যরাতে ভাটারার সোলমাইথ পূর্বপাড়া ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে চিকিৎসক জানান, বন্যা আগেই মারা গেছেন। সুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই দম্পতির স্বজনদের উদ্ধৃত করে ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান জানান, রোববার বিকালে দুইজনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি বন্যা তার মামাকে জানিয়ে তাকে স্বামীর সংসার থেকে নিয়ে যেতেও বলেছিলেন। পরে তার মামা বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। এরপর আশেপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে দুজনকেই গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
স্বজনেরা জানিয়েছেন, সুজন পেশায় রাজমিস্ত্রী। চলতি বছরই তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না।
এদিকে ভাটারা থানার ওসি বলেন, ‘তারা ধারনা করছেন, স্বামী-স্ত্রীর ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে। এখানে তৃতীয় পক্ষ নেই। তাদের দুইজনের মধ্যে কে কার গলা কেটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এগুলো নিয়ে তদন্ত চলছে। সুজন সুস্থ হলে পুরো ঘটনা নিশ্চিত হওয়া যাবে।’
‘স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করতে পারেন সুজন’বলেন ওসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বন্যার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা রাখা হয়েছে। সুজনের অবস্থাও সংকটাপন্ন।