প্রধানমন্ত্রীকে নিয়ে মেয়র আতিকের গান
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭৯ বার পঠিত
প্রান্তডেস্ক: মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রথমেই কালশী ফ্লাইওভার ও ৬ লেনের সড়কের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।পরে মঞ্চে আসন গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা। এ সময় বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন মেয়র আতিক।
গানের কথাগুলো ছিল, ১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…।গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় শেখ হাসিনাকে। এরপর বালুর মাঠে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারপ্রধান।