এই দিনে:১৮ ফেব্রুয়ারি
১৯৬৯ সালের এই দিনে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহা। অবিভক্ত বাংলার বাঁকুরা জেলায় ১ মে ১৯৩৪ সালে তার জন্ম। তিনি বাঁকুরা জিলা স্কুল থেকে ১৯৪৮ সালে ম্যাট্রিক এবং ১৯৫০ সালে বাঁকুরা ক্রিশ্চিয়ান কলেজ থেকে আইএসসি পাস করেন। পরে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রে ভর্তি হন। ১৯৫৩ সালে বিএসসি (সম্মান), ১৯৫৪ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন, পরে রসায়ন বিভাগে লেকচারার পদে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি শাহ মখদুম হলের আবাসিক শিক্ষক ও ১৯৬৬ সালে প্রাধ্যক্ষ পদে নিযুক্ত হন। ১৯৬৮ সালের ১ মে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হন। ১৯৬৮ সালের শেষ দিকে এসে আইয়ুব শাহীর সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন তুঙ্গে উঠতে থাকে। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে ড. জোহা সেখানে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে চাইলে সেনাবাহিনীর সদস্যদের তিনি বলেন, ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি আমার বুকে লাগবে।’ সেনাবাহিনীর গুলিতে ড. জোহা মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেদিনই তিনি মারা যান। তার সম্মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে শহীদ শামসুজ্জোহা হল। ২০০৮ সালে শহীদ শামসুজ্জোহাকে ‘স্বাধীনতা পদক’ দেওয়া হয়।