মুক্ত চিন্থার ধারক আরেফিন ফয়সাল দীপন’র৭ম মৃত্যু বার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩ বার পঠিত

দীপনের মৃত্যু দিন ৩১ অক্টোবর। তাঁর পুরো নাম আরেফিন ফয়সাল দীপন–দীপন লিখতেন কম,কিন্তু লেখা প্রকাশ করতেন । বাংলাদেশের সাহসী প্রকাশনা ছিলো দীপনের,ওর প্রকাশনার ধরণেও ছিলো ভিন্নতা। যে কারনে অভিজৎ রায়ের বইগুলো একে একে প্রকাশিত হচ্ছিল দীপনের প্রকাশনী থেকে। এমন অনেক বই যা প্রচলিত প্রথার দেয়ালে ধাক্কা দেয়। ধাক্কা দেয় মাথায় জমে থাকা বিশ্বাসের ভাইরাস গুলোতে। দীপন লিখতেন না লিখাগুলো ছাপতেন।পৌছে দিতেন পাঠকের হাতে।
কেন খুন করা হলো দীপনকে? দীপনতো কিছু লিখেনি।তবুও কেন তাঁর ঘাড়ে মাথায় গলায় চাপাতি চালিয়ে তাঁকে খুন করা হলো? এই প্রশ্নের সহজ জবাব–এই সমাজের অন্ধকারের শক্তি সবচেয়ে বেশী ভয় পায় মুক্ত চিন্তাকে।
চিন্তাকে স্তব্ধ করতে হলে চিন্তা যেন ছড়িয়ে না পড়ে সেই দিকে নজর রাখতে হয় অন্ধকারের জানোয়ারদের। তাদের লক্ষ্য থাকে চিন্তার পথ বন্ধকরা চিন্তকের কলম বা কন্ঠ স্তব্ধ করা। দীপনের ব্যাপারেও তাই করেছিল। অভিজিৎ রায় কে হত্যার পর তারা ভয় পায় অভিজৎ রায়ের লেখা,অক্ষর, বাক্যগুলোকে। আর সেকারনে তারা ভেবেছিলো দীপনকে খুন করলে আর কোন প্রকাশক সাহস করবেনা সেই বই গুলো ছাপার। আংশিক হলেও তারা সফল হয়েছে। এখন আর অভিজিৎ রায়ের বইগুলো বাজারে পাওয়া যায়না।
কিন্তু ওই অন্ধকারের জীবেরা জানেনা, দীপনরা মরেনা ওরা অমর, চিরঞ্জীব।
একজন চিন্তক মারা গেলেও নেবেনা চিন্তার মশাল। দীপনরা মরেনা ওরা চিরঞ্জীব, এক দীপন থেকে হাজার দীপন জন্ম নেবে।
দীপনের হত্যা দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।