খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত
প্রান্তডেস্ক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কামরুল আহসান জায়গীরদার ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।বক্তারা এ সময় অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানান।খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন তারা।