দিল্লি সংঘর্ষ: চেন্নাইয়ে অমিত শাহের পদত্যাগ চেয়ে বিক্ষোভ
প্রান্তডেস্ক:দিল্লির সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে চেন্নাইতে বিক্ষোভ করেছে যুব কংগ্রেসের কর্মীরা। শুক্রবার যুব কংগ্রেসের কর্মীরা প্ল্যাকার্ড হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী জানান।অমিত শাহের সঙ্গে সঙ্গে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য বিজেপি নেতা কপিল মিশ্রকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।সংবাদ সংস্থা এএনআই খবরে জানিয়েছে, চেন্নাইয়ের যুব কংগ্রেসের কর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছে। এসময় তারা বিজেপি নেতা কপিল মিশ্রকে গ্রেফতারেরও দাবি জানায় আন্দোলনকারীরা। তারা তাদের প্ল্যাকার্ডে মাধ্যমে উল্লেখ করেছেন যে উত্তর পূর্ব দিল্লির সহিংসতায় এ পর্যন্ত ৪২ জন মৃত্যু হয়েছে। পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দুইটি বিশেষায়িত ইউনিট দিল্লির সহিংসতার তদন্তে কাজ করছে।এদিকে, শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক বক্তব্যে বলেছেন, শান্ত হচ্ছে দিল্লির পরিস্থিতি৷ গুজবে কান দেবেন না৷ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে গুজব ছড়াচ্ছে দুষ্কৃতীরা৷ শহরের ২০৩টি থানার মধ্যে ১২টি-তে দাঙ্গা হয়েছে৷ বাকি দিল্লিতে সম্প্রীতি অক্ষুণ্ণ রয়েছে৷ গত ৩৬ ঘণ্টায় কোনও বড় গোলমাল নেই ৷প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘাত। এই ঘটনায় দিল্লিতে মারা গেছেন কমপক্ষে ৪২জন, আহত হয়েছেন দু’শতাধিক মানুষ। এছাড়া গ্রেফতার হয়েছেন প্রায় ৪শ জন।