মানিকগঞ্জ বারে সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের
প্রান্তডেস্কমানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আটটি পদে আওয়ামী লীগ সমর্থকেরা এবং সাতটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির-১ নম্বর ভবনে ভোট গ্রহণ চলে।শুক্রবার ভোর ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মেহের উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
মেহের উদ্দিন বলেন, “সমিতির ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা সভাপতিসহ সাতটি পদে জয় পেয়েছে। আর সাধারণ সম্পাদকসহ আটটি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।”
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি জামিলুর রশিদ খান জামিল (বিএনপি), সহ-সভাপতি মো. নুরুজ্জামান (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক লুৎফর রহমান (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর (বিএনপি), অর্থ সম্পাদক কাজী শরীফ উদ্দিন (বিএনপি), পাঠাগার সম্পাদক মো. আরশেদ আলী (আওয়ামী লীগ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম (বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ কবির প্রধান (আওয়ামী লীগ), হিসাব নিরীক্ষক মো. রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) ও মতিয়ার রহমান (বিএনপি)।
এ দিকে কার্যনির্বাহী সদস্য পাঁচটি পদে ওমর ফারুক (আওয়ামী লীগ), হাসান সাঈদ (আওয়ামী লীগ), মোহাম্মদ আওলাদ হোসেন (বিএনপি), মো. রুবেল হোসেন (বিএনপি) ও মো. মাহফুজুর রহমান (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫০৭ জন ভোট দিয়েছেন।