ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটে জমিয়তের বিক্ষোভ শুক্রবার
ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমআ বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হবে।
মিছিলে অংশগ্রহনের আহবান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেছেন, ভারতের উগ্র হিন্দুগোষ্ঠী সে দেশের সরকারের পৃষ্টপোষকতায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের যে নীল নকশা তৈরী করেছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্ব কঠোর প্রতিরোধ গড়ে না তুললে বিশ্ব পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। ২০ কোটি মুসলিম অধ্যূষিত ভারতে মুসলিম নিধনে যদি তারা সফল হতে পারে বিশ্বের অন্যান্য অমুসলিম দেশও ভারতের পদাঙ্ক অনুসরণ করতে পারে। এক সময় হয়তো- মুসলিম রাষ্ট্রসমূহে অবস্থানকারী হিন্দুদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি হতে পারে। মুসলমানদের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে বিশ্বব্যাপী ভয়াবহ ধর্মীয় যুদ্ধ লেগে যেতে পারে। আমরা বিশ্ব সংস্থাগুলোকে বলবো- রক্তাক্ত বিশ্বের চেহারা দেখার পূর্বেই মুসলিম নিধন বন্ধে এগিয়ে আসুন।
তিনি বলেন, আমরা ভারতের প্রতিবেশী হওয়ায় আমাদেরকে সর্বাগ্রে সচেতন হওয়া উচিত। দেশব্যাপী প্রতিবাদ ঝড় তুলতে হবে। মুসলমানদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থেহিন্দু ধর্মাবলম্বীদেরও প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত।
শুক্রবার বাদ জুমআ সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সকলকে ইমানী দায়িত্ব হিসেবে উপস্থিত থাকার আহবান জানান জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান।