সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ বৃহস্পতিবার সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটের বেশ কয়েকটি জায়গায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, সিলেটের দুই-এক জায়গায় হালকা ও গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রাটি চেয়ে কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।