‘দিয়া আরেফিন’র নানীর বাণী’ বইটি নিষিদ্ধ
‘দিয়া আরেফিন’র নানীর বাণী’ বইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করে আজ বুধবার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে বইটি মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে উল্লেখ করে সুপ্রিমকোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূইঁয়া আদালতের নজরে আনেন।
বিষয়টি আমলে নিয়ে বিচারপতি এম, ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বই দুইটির প্রকশনা ও বিক্রি নিষিদ্ধ করে আদেশ দিয়েছেন।
এডভোকেট আজহার উল্লাহ জানান, বইটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন। আদেশে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। ২১-এ বইমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আইনজীবী আজহার উল্লাহ। খবর বাসসের।