ভারতের সঙ্গে ট্রাম্পের ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ৬:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত
প্রান্তডেস্ক:ভারত সরকারের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার এ চুক্তি সাক্ষরিত হবে বলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন।
ভারতের আহমেদাবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘোষণা এসেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আগামীকাল আমাদের প্রতিনিধিরা ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করবে। ভারতের সশস্ত্র বাহিনীর কাছে সর্বাধুনিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম বিক্রি করা হবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস