আগামীকাল ইসহাক কাজল স্মরণে শোক সভা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা,লন্ডনপ্রবাসী সাংবাদিক,লেখক,গবেষক,সদ্য প্রয়াত কমরেড ইসহাক কাজল স্মরণে আগামীকাল ২৫ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় জেলাপরিষদ মিলনায়তনে এক নাগরিক শোকসভার আয়োজনকরা হয়েছে॥ এতে প্রধান আলোচক থাকবেন রাশেদখান মেনন এমপি,বিশেষ আলোচক থাকবেন মিজানুররহমান খান প্রমুখ।