প্রচ্ছদ সিলেট এই দিনে ২৩ ফেব্রুয়ারি এই দিনে ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত প্রান্তডেস্ক: কিংবদন্তি বাঙালি জাদুশিল্পী পি সি সরকার ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার আশেকপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম প্রতুলচন্দ্র সরকার। গণপতি চক্রবর্তী ছিলেন তার জাদুবিদ্যার গুরু। সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি জাদু দেখানো শুরু করেন এবং কলেজে অধ্যয়নকালে পুরোপুরি জাদুবিদ্যার চর্চা শুরু করেন। ১৯২৯ সালে প্রবেশিকা এবং ১৯৩৩ সালে গণিতশাস্ত্রে অনার্সসহ বিএ পাস করে তিনি জাদুকে পেশা হিসেবে গ্রহণ করেন। পি সি সরকার শুধু জাদুশিল্পীই ছিলেন না, তিনি একজন লেখকও ছিলেন। জাদুবিদ্যা বিষয়ে ১৯৬৮ সাল পর্যন্ত ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় প্রকাশিত তার গ্রন্থের সংখ্যা ২০টি। গ্রন্থগুলো জাদুবিদ্যার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। জাদুশিল্পে পি সি সরকারের কৃতিত্ব হলো তিনি বহু প্রাচীন জাদুখেলার মূল সূত্র আবিষ্কার করেন। ১৯৩৪ সালে তিনি বিদেশ গমন করেন এবং ৭০টির মতো দেশে জাদু প্রদর্শন করে ব্যাপক খ্যাতি ও পর্যাপ্ত অর্থ উপার্জন করেন। অস্ট্রেলীয় টেলিভিশন, বিবিসি, শিকাগোর ডাব্লিউজিএনটিভি এবং নিউইয়র্কের এনবিসি ও সিবিএস টেলিভিশনে বহুবার তার জাদু প্রদর্শিত হয়েছে। ১৯৫৭ ও ১৯৬৭ সালে আমেরিকায় এবং ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো ও লেনিনগ্রাদ শহরে জাদু প্রদর্শন করে তিনি বিপুল সুনাম অর্জন করেন। জাদু দেখিয়ে তিনি দুবার আমেরিকার জাদুবিদ্যার নোবেল প্রাইজ বলে খ্যাত ‘দি ফিনিক্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। ১৯৬৪ সালে ভারত সরকার প্রদত্ত ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হন তিনি। তার পুত্র পি সি সরকার জুনিয়রও একজন বিশ্বখ্যাত জাদুশিল্পী। ১৯৭১ সালের ৬ জানুয়ারি জাপান সফরকালে পি সি সরকার মৃত্যুবরণ করেন। ( সৌজন্যে:দেশরূপান্তরর) সিলেট এর আরও খবর সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-পিকআপ সং ঘ র্ষ খালেদা জিয়ার জন্য চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছে পরিবার আজ বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা’র শাহাদাৎবরন দিবস রাস্তার পাশে লা শ