চীনে করোনোভাইরাসে আরও ১০৯ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬,২৮৮
প্রান্তডেস্ক: চীনে করোনোভাইরাসে (কভিড-১৯) আরও ১০৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৭ জন।আলজাজিরা জানায়, এনিয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৩৪৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৮ জনে।আক্রান্তের সংখ্যা কমছে জানিয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হন ৩৯৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৮৮৯ জন।শুক্রবার মৃত ১০৯ জনের মধ্যে ৯০ জনই ছিল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র হুবেই প্রদেশের।এদিকে বিবিসি জানিয়েছে, চীনের বাইরে ২৬টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। এসব দেশে মোট আক্রান্ত ১ হাজার ১৫২ জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।সম্প্রতি ছড়িয়ে পড়া এই রোগের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়। প্রতি চারজনের একজনের অবস্থা খুবই খারাপ হয়।