র্যাবের সাথে বন্দুকযুদ্ধে গোলাপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী নিহত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি, ২০২০ ১:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্দুকযুদ্ধে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত্রে উভয় ‘বন্দুকযুদ্ধ’ ঘটে।
জানা গেছে, গোলাপগঞ্জ থানাধিন কদুপুর এলাকায় এক অভিযানে র্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ আলী হোসেন (৪০) নামের নিহত হয়েছেন। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের দাবি নিহত ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসেনকে গ্রেফতার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এসময় র্যাব পালটা গুলি চালালে আলী হোসেন নিহত হয়।