মাতৃভাষা দিবসে সিলেট জেলা বাসদ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ
প্রান্তপ্রতিবেদক: মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
শুক্রবার সকাল ৯টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে চৌহাট্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে র্যালী ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- নাজিকুল ইসলাম রানা, প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্টের মাহবুব হাওলদার, লিটন আহমদ, রুহিদ আহম, চা শ্রমিক ফেডারেশনের সন্দিপ রঞ্জন নায়েক, রত্না বসাক, রহিমা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সনজয় শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভাষার অধিকার হরনের মাধ্যমে পাক শাসকরা এদেশের মানুষের গণতান্ত্রিক চিন্তা চেতনার অধিকারকে হরন করতে চেয়েছিল। শহীদী আত্বত্যাগ শুধু ভাষার অধিকার রক্ষা হয়নি জাতিসত্তারও উন্মেষ ঘটেছিল। বক্তারা ভাষা দিবসের চেতনায় গণতান্ত্রিক সমাজ নির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।