সৌদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত
প্রান্তডেস্ক:সৌদি আরবে যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
শুক্রবার সকাল ৯টায় রিয়াদ দূতাবাসে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, অস্থায়ী শহীদ মিনারে ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহীদ এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়