১২০ কেজি ওজনের বাঘ মাছ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:লালবাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘ মাছ।
আজ(বৃহস্পতিবার )ভোরে বিয়ানীবাজারের চারখাই এলাকার একটি নদীতে বাঘ মাছটি জেলেদের জালে আটকা পড়ে। দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা আনোয়ার হোসেন। তিনি পুরো মাছটির দাম হাঁকছেন সাড়ে ৩ লাখ টাকা।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সকালে মাছটি জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।
তিনি বলেন, আজ মাছটি কেটে বিক্রি করা হবে