আলতাফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান আশফাকের শোক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ৫:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
আজ বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকতপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।