ইলিয়াস কাঞ্চনকে সিলেটের অটোরিকশা শ্রমিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রান্তপ্রতিবেদন:বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী পরিষদের সভাপতি ও সাংসদ শাহজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের মামলা দায়েরে প্রতিবাদে ফুঁসে উঠেছেন সিলেটের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শ্রমিকরা ইলিয়াস কাঞ্চনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে বলেছেন, এই সময়ের ভেতরে শাহজাহান খানের উপর থেকে মামলা প্রত্যাহার করা না হলে সিলেটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৭০৭)-এর উদ্যোগে আজ সকাল ১১ টায় নগরের রেজিস্ট্রি মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা শাখার সভাপতি জাকারিয়া আহমদ।
ইউনয়িনের সদস্য এম বরকত আলী পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, মানিক মিয়া, রিয়াজ উদ্দিন, লিটন আহমদ, সুজন মিয়া, খালিক মিয়া, মুহিবুর রহমান এপল , এমাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক শিবলী আহমদ, সাংগঠনিক ইউসুফ আলী, সুবহানী ঘাট উপ-পরিষদের সভাপতি মানি, ঈদগাহ উপ-পরিষদের সহ-সভাপতি শাহ আলম, সদস্য আব্দুর রহিম, নতুন ইষ্টেশ উপ-পরিষদের সভাপতি ফয়জোল্লা সম্পাদক সাজ্জাদ আহমদ, রেল গেট উপ-পরিষদের সভাপতি দুলাল, লালা বাজার উপ-পরিষদের শ্রমিক নেতা চুনু মিয়া, উপ-শহর উপ-পরিষদের সাবেক সম্পাদক আনুর চৌধুরী, চন্ডিপুল উপ-পরিষদের সভাপতি মাহমুদ আলী।