ট্রাম্পের কারণে এবার আহমেদাবাদে পানের দোকান বন্ধ
প্রান্তডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ভারতের শহরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কোনো রকম কমতি রাখছে না নরেন্দ্র মোদির প্রশাসন।এর আগে দেয়াল তুলে আড়াল করা হয়েছে বস্তি। এবার বন্ধ করা হলো পানের দোকান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদে যাবেন তিনি।সেখানে পান ও পানমসলা চিবিয়ে রাস্তায়-দেয়ালে লালচে থুতু মার্কিন প্রেসিডেন্টের নজরে যাতে না পড়ে, তার জন্য তৎপর আহমেদাবাদ প্রশাসন।
সে কারণেই বন্ধ করা হলো আহমেদাবাদ বিমানবন্দরের নিকটবর্তী তিনটি পানের দোকান। পুলিশ এসে নোটিশ ঝুলিয়ে সিলগালা করে গেছে দোকানগুলো।
এর পরও দোকান খোলার চেষ্টা করা হলে দোকানমালিকদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
মাত্র ৩ ঘণ্টা আহমেদাবাদে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। এ জন্য তার যাত্রা পথের দুপাশকে যতটা সম্ভব ঝকঝকে করে তোলা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে আহমেদাবাদের ‘বস্তি’ ঢাকতে তৎপর হয়ে পড়ে রাজ্যের বিজেপি সরকার। যে কারণে শহরের একটি বস্তি ঘিরে উঁচু দেয়াল তোলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেন বস্তি দেখতে না পান তাই এ পদক্ষেপ।
এর আগে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকার সফরের আগে রাতারাতি হায়দরাবাদ শহরের রাস্তাঘাট থেকে ভিক্ষুকদের সরিয়ে দিয়েছিল তেলেঙ্গানা সরকার। এ নিয়ে কম বিতর্ক হয়নি।