আজ ছাত্রনেতা হুমায়ুন কবির চৌধুরী নাহিদের শাহাদাৎ বার্ষিকী
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তপ্রতিবেদন:আজ১৫ফেব্রুয়ারী।১৯৯৬সালের এদিনে তৎকালিন বিএনপি সরকারএকটি পাতানো অবৈধ নির্বাচন করছিল॥ অবৈধ ও প্রহসনের নির্বাচনকে প্রতিহত করে ‘মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ডাক দিয়ে ছিল আওয়ামী লীগ সহ প্রগতীশীল গনতান্ত্রিক রাজনেতিকদলগুলো।সেই ডাকে সাড়া দিয়ে গনঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে চারখাইয়ের পল্লীশাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের গুলিতে শহীদ হন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী নাহিদ।যার নাম আজ অনেকেরই মনে নেই,আমরাগভীর শ্রদ্ধাভরে স্মরন করি শহীদ হুমায়ুন কবির চৌধুরী নাহিদ সহ লাখোশহীদকে।