শাহপরাণ এলাকা থেকে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত
প্রান্তপ্রতিবেদন:র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে।
শুক্রবার বেলা ১২টায় মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে সিলেট শাহপরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর মৌলভীবাজার জেলার বড়লেখার গাংকুলের ফয়জুল হকের ছেলে তোফাজ্জল আহমেদ (৩৭)।
তার বিরুদ্ধে মামলা নং- ২(৩) ১৩ জিআর ৭৫/১৩, মামলা নং- ২৬ (২) ১৩ জিআর ৬৯/১৩, মামলা নং- ১৮ (২) ১৩ জিআর ৬১/১৩, মামলা নং- ২১ (১) ১৪, জিআর ১৮৫/১৪, মামলা নং- ৮ (২) ১৩ জিআর ৫১/১৩ এর একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো সামিউল আলম।