পুত্র সন্তান পেতে জোড় তারিখে মিলনের পরামর্শ দিলেন তিনি!
প্রান্তডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে যানজটের সমস্যা এড়াতে কয়েক বছর আগেই জোড়-বিজোড় নিয়ম শুরু করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জোড় তারিখে জোড় সংখ্যার গাড়ি আর বিজোড় তারিখে বিজোড় সংখ্যার গাড়ি শহরে চলবে বলে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার।
কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও যে এই রকম নিয়ম মেনে চলা উচিত! তা কখনই বলেননি কোনো চিকিৎসক বা বিশেষজ্ঞ। মহারাষ্ট্রের এক জনপ্রিয় কীর্তন গায়কের গলায় তেমনটাই শোনা গেল।
বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হয়েছেন তিনি। অনেক নেটিজেন তাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ প্রতিদিন জানায়, সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি এলাকায় কীর্তনের আসরে যোগ দিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় কীর্তন গায়ক ইন্দুরিকর মহারাজ। সেখানে গিয়েই পুত্র সন্তান জন্মানোর পরামর্শ দেন তিনি।
ইন্দুরিকর বলেন, ‘যদি নারীর সঙ্গে জোড় তারিখে সঙ্গম করা হয় তাহলে পুত্র সন্তানের জন্ম হবে। আর যদি বিজোড় তারিখে করা হয় তাহলে জন্ম নেবে কন্যা। আর অশুভ সময়ে সঙ্গমের ফলে জন্ম নেওয়া সন্তানের কারণে বদনাম হবে পরিবারের। আর কোনো কারণে শুভ সময়ে সঙ্গম না করলে জন্ম নেওয়া সন্তান হবে মধ্যমানের।’
ইন্দুরিকর মহারাজের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে যায়। ক্ষোভ প্রকাশের পাশাপাশি তাকে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা। এমনকি প্রশাসনিক কর্মকর্তারাও নড়েচড়ে বসেছেন। ভারতের প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নাটাল ডায়াগনস্টিক অ্যাক্ট -এর আওতায় ওই গায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।