‘মাদক পাচারকারি’ কথিত বন্দুকযুদ্ধে নিহত
প্রান্তডেস্ক:কক্সবাজারের উখিয়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক পাচারকারি বলে দাবি করছে বিজিবি।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকার নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ সংলগ্ন এলাকার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে বলে বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।
নিহত মংকিউ তংচঙ্গা (২৫) বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার চাচিংহ্লা তংচঙ্গার ছেলে।
বিজিবি বলছে, মংকিউ একজন ‘চিহ্নিত মাদক পাচারকারি’। সে মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা পাচারে সক্রিয় ছিল।
র্যাব কর্মকর্তা আলী হায়দার বলেন, ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ৫/৬ জন সন্দেহজনক লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়।
এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিরও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে একজনকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
এছাড়া ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও তিনটি গুলি উদ্ধারের খবরও জানিয়েছে বিজিবি।