সংক্ষিপ্ত সফরে সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট আসছেন। তিনি বেলা ১১টা ৪০ মিনিটের সময় ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।
পরে বিকাল ৪টায় তিনি কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন।এরপর বিকাল ৫টায় সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামে নাট্য প্রদর্শনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তিনি।