খুলে দেয়া হয়েছে জিন্দাবাজার শিবগজ্ঞের রাস্তা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত
প্রান্তপ্রতিবেদন: এক মাস বন্ধ থাকার পর সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের রাস্তা্টি খুলে দেয়া হয়েছে। এ রাস্তার মাঝে কালভার্টের নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ বুধবার থেকে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে মানুষের দুর্ভোগ অনেকটা কমে এসেছে।
গত ১২ জানুয়ারি জিন্দাবাজার পয়েন্ট থেকে বারুথখানা রাস্তার মাঝামাঝি অবস্থিত একটি কালভার্ট নির্মাণের জন্য আগেরটি ভেঙে দেয়া হয়েছিল। এতে করে এই সড়কে সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। পথচারীদের জন্য কালভার্টের উপর বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়া হয়েছিল। জিন্দাবাজারে রাস্তায় বাঁশের সাঁকো নির্মাণ নিয়ে নগরীতে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল তখন।
কালভার্টের কাজ শেষ হওয়ায় আজ বুধবার থেকে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়ায় নগরবাসী দুর্ভোগ থেকে অনেকটা রেহাই পেলেন।