রিস্কাচালক রফিকুল ইসলামের ঘাতক ট্রাক আটক, চালক পলাতক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ বুধবার সকালে রফিকুল ইসলাম নামের এক শ্রমজীবিকে চাপা দিয়ে প্রাণহানী ঘটানো সেই ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। সিসি টিভির ফুটজে দেখে দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর শেখঘাট থেকে ট্রাকটিকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া বলেন, চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর সুরমা পয়েন্টে ট্রাক চাপায় রফিকুল ইসলাম নামের ওই শ্রমজীবি নিহত হন। নিহত রফিকুল ইসলাম (৩৫) পেশায় রিকশাচালক। তার বাড়ি রংপুর। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।