গাড়ি চুর গ্রেফতার
প্রান্তপ্রতিবেদক:সিলেটের মোগলাবাজার থানাধীন দক্ষিণ নৈখাই খালোমুখ এলাকা থেকে গাড়ি চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার প্রদীপ মল্লিক দীলিপ ‘কুখ্যাত’ গাড়িচোর বলে পুলিশ জানিয়েছে।
দীলিপ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনতার বাজার এলকার কানু মল্লিকের ছেলে। রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৩৯৩১) চুরি হয়। বিষয়টি জানতে পেরে মোগলাবাজার থানা পুলিশের একটি দল মোগলাবাজারের পারাইরচকে অবস্থান নেয়। ওই সময় চোরাই প্রাইভেটকার নিয়ে পালাচ্ছিলেন প্রদীপ মল্লিক। পুলিশের থামার সংকেত অমান্য করে তিনি পালিয়ে যেতে থাকেন।
পরে দক্ষিণ নৈখাই খালোমুখ এলাকায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারসহ প্রদীপ মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, প্রদীপ মল্লিকের বিরুদ্ধে শাহপরান থানায় একটি, ফেঞ্চুগঞ্জ থানায় একটি, মৌলভীবাজার সদর থানায় একটি, রাজনগর থানায় একটি ও কুলাউড়া থানায় একটি মামলা আছে। তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।