সিলেট জেলা আদালতের পিপি হলেন নিজাম উদ্দিন
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (সরকারি আইন কর্মকর্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
চিঠি হাতে না পেলেও নিয়োগ নিশ্চিত হয়েছেন বলে সিলেটপ্রান্তকে জানিয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সিলেটে আইন পেশায় যুক্ত রয়েছেন।
এই পদে এডভোকেট নিজাম ছাড়াও আলোচনায় ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী। তবে শেষ পর্যন্ত এডভোকেট নিজাম উদ্দিনকেই নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত দশ বছর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।