রাস্তার ভাষায় কথা বলেছেন ড. কামাল: কাদের
প্রান্তডেস্ক:ড. কামাল হোসেন সরকারকে নিয়ে যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের নয়, রাস্তার ভাষা- বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন সহিংস হলে আইন-শৃঙ্খলা বাহিনী জবাব দেবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। আর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি যে বিক্ষোভ করেছে তা আদালত অবমাননা। সকালে নারায়ণগঞ্জে কাচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং পুরোনো সেতুগুলোর সংষ্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসময় তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনের নামে বিএনপি জ্বালাও পোড়াও করলে ও সহিংস পদক্ষেপ নিলে আইন শৃংখলা বাহিনী উপযুক্ত জবাব দেবে। এদিকে, রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের দশ বছরের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। পরে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন জেলে আছেন আদালতের রায়ে। তাই তাকে মুক্তির একমাত্র পথ আইনি লড়াই। বিক্ষোভ সমাবেশ করে মুক্তি মিলবে না। আইনি পথে বেগম জিয়ার মুক্তির পথ খুজতে বিএনপিকে পরামর্শ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।