পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি, ২০২০ ২:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তডেস্ক:পাবনার সাঁথিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার পুণ্ডুরিয়া গ্রামে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান।
নিহত মহাদেব সরকার (৫৭) পুণ্ডুরিয়া গ্রামের নিতাই সরকারের ছেলে। পুণ্ডুরিয়া বাজারে একটি রড সিমেন্টের দোকান চালাতেন তিনি।
ওসি বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৫/৬ জন সন্ত্রাসী মহাদেবকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মহাদেবকে মৃত ঘোষণা করেন।”
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে ওসি জানালেও তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে