খালেদার মুক্তির জন্য ড. কামালকে দাঁড়াতে অনুরোধ জাফরুল্লাহ’র
প্রান্তডেস্ক:বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতে রিভিউ পিটিশনে দাঁড়াতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনকে অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আপনি (ড. কামাল হোসেন) রিভিউ পিটিশনের জন্য দাঁড়ান। আপনার নেতৃত্বে খালেদা জিয়া মুক্তি পাক। খালেদা জিয়া এ সপ্তাহে মুক্তি পাক।’খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। জাফরুল্লাহ বলেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে, খালেদা জিয়া যতদিন কারাগারে থাকবে ততদিন বিএনপির আর নির্বাচনে যাওয়ার প্রয়োজন নেই। দেশের সকল মানুষের এই সরকারের প্রতি অনাস্থা এবং যে নির্বাচন হচ্ছে সে নির্বাচন অর্থহীন।’তিনি আরও বলেন, ‘বিএনপি থাকুক আর না থাকুক। আপনাকে (ড. কামাল হোসেন) পদযাত্রায় নামতে হবে। আপনাকে সামনের সারিতে থাকতে হবে। আপনি সামনের সারিতে থাকবেন, আমরা পেছনে থাকব।’ড. কামাল হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তৃতা করেন।