হাসপাতালে মামুনুর রশীদ
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি, ২০২০ ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রান্তডেস্ক:হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। সোমবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, অনেক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সোমবার ব্যথা খুব বেশি বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।মামুনুর রশীদ এখন শঙ্কামুক্ত আছেন বলেও জানান নাসিম।আরও জানান, গত দুদিনে মামুনুর রশীদের শরীরে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তেমন কোনো জটিল সমস্যা নেই।আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই অভিনেতা-নির্দেশক হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।