সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত
প্রান্তডেস্ক:বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত স্থান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের নেয়া পরিকল্পনা জানতে চেয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি ) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে হবে। আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।