পুলিশ কনেষ্টবল তপু দেবনাথ এখন ঢাকার বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসাধিন
প্রান্তপ্রতিবেদক::: বিশ্বনাথ থানায় নিজের অস্ত্র দিয়ে নিজেরই বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করা পুলিশ কনেষ্টবল তপু দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিলেটপ্রান্তকে তথ্যটি কে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা।
তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টার দিকে তপুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সে এখন ঢাকার বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসাধিন।’
এর আগে গতকাল সোমবার সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের বিশ্বনাথ থানায় নিজের অস্ত্র (চায়নিজ রাইফেল) দিয়ে বুকের বাম দিকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন তপু দেবনাথ (২০) নামের এই পুলিশ কনস্টেবল। থানা পুলিশের ব্যারাকের ছাদে এ ঘটনা ঘটানা তিনি।
কনস্টেবল তপু মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাশিনগর গ্রামের তমাল দেবনাথের ছেলে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে- প্রেম সংক্রান্ত ঘটনার জেরে তপু এ ঘটনা ঘটিয়েছে।