রাজনীতিভোট দিয়ে যা বললেন ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ সকাল ৯টায় রাজধানীর গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত আমরা শুনেছি যে, কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। আমি সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।
তিনি আরো বলেন, ‘যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত। যদি হামলার স্বীকার হতে হয়, আহত হতে হয়, হবো। তারপরও ভোটকেন্দ্র দখলমুক্ত করে ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য যা যা করার দরকার করবো। বাবাকে স্মরণ করে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
ইশরাক বলেন, ‘বিভিন্ন জরিপে দেখা গেছে ধানের শীষের প্রার্থীরা ৯০ ভাগ পর্যন্ত এগিয়ে আছে। যদি সুষ্ঠুভাবে ভোট হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব দায়িত্ব পালন করে, আমরা বিপুল ভোটে জয়ী হবো।