স্টাফ রিপোর্টার: সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)’র মহানগর কমিটির মাসিক সভা শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বাদ মাগরীব সংঘটনের লামাবাজারস্থ কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে মহানগর কমিটিকে বেগবান করতে সাংগঠনিক কর্মকান্ডে দক্ষ নতুন সদস্য অর্ন্তভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এসডিসির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আব্দুস শুকুর’র অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় উপস্থিত ছিলেন এসডিসির কার্য্যনির্বাহী কমিটির এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী নাছির আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রহিম তালুকদার এসডিসির মহানগর কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক, প্রচার সম্পাদক মোঃ আমিনুল হক, নির্বাহী সদস্য মোস্তাক আহমদ, সুলতান মাহমুদ ও রেজাউল করিম রানা।