স্পোর্টস ডেস্ক : বুকির ভয় থাকছে, সন্ত্রাসবাদীদের ভয়ও থাকছে। তবে এরা কেউ নয় আসন্ন বিশ্বকাপে অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ডের মূল ভয়ের কারণ ল্যাপটপ চোর।
বেশ কয়েক মাস ধরেই নিউজিল্যান্ডে ক্রিকেটে রমরমিয়ে নিজের কীর্তি দেখাচ্ছে ল্যাপটপ চোর। অনেক চেষ্টা করেও সে ধরা পড়ছে না। বিশ্বকাপ শুরুর মাত্র দিন তিনেক আগে ক্রাইস্টচার্চে কঠোর নিরাপত্তার মধ্যেও সেই ল্যাপটপ চোর আবার চুরি করল।
কড়া নিরাপত্তা এড়িয়ে এক নিরাপত্তার রক্ষীর কাছ থেকে পাঁচটা ল্যাপটপ চুরি করে পালাল সে। অথচ এখানেই শনিবার খেলতে বিশ্বকাপে খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা।