মোগলাবাজার প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে নারী তত্ত্বাবধায়ক আছিয়া খাতুন (৩৫) খুনের ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই আবুল হোসেন। সোমবার বিকেলে মোগলাবাজার থানায় দায়েরকৃত মামলায় (০৮(০৯)১৮) অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামী করা হয়েছে। তবে এ হত্যাকান্ডের ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এর আগে রবিবার রাত ৮ টার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা আছিয়া খাতুনকে খুন করে। পুলিশ রাত ১১ টার দিকে মুখবাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। নিহত আছিয়া জৈন্তাপুরের চিকনাগুল এলাকার আব্দুল কাদিরের স্ত্রী। আব্দুল কাদির তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী মারা যাওয়ায় তিনি আব্দুল কাদিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানাগেছে। তবে আব্দুল কাদিরের সাথে তার বনিবনা হচ্ছিলনা। তিনি ওমানে বসবাস করছেন।
মোগলাবাজার ইউনিয়নের হরগরিপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবু বক্করের বাড়িতে আছিয়া খাতুন দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। স্বামী আব্দুল কাদিরের সাথে তার তেমন যোগাযোগ ছিল না। পুলিশ স্থানীয় সূত্রের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার রাতে ৪/৫ জন যুবক বাড়িটিতে ঢুকে ঘরের মালামাল তছনছ করে। এসময় আছিয়া খাতুনকে মারধর করে। পরে তারা পালিয়ে যায়। রাত সোয়া ১১টার দিকে পুলিশ মুখবাঁধা অবস্থায় আছিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, প্রায় ৩ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে বাড়িটির তত্ত্বাবধায়ক হিসেবে বাড়িতে বসবাস করছিলেন আছিয়া খাতুন। বাড়ির লোকজন স্বপরিবারে যুক্তরাষ্ট্র থাকেন। রাত ৮টার দিকে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই। আমরা তদন্ত চালাচ্ছি। তবে হত্যাকারীদের ব্যাপারে এখনও সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি।