ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন মানছেন না বিভিন্ন প্রার্থীরা। নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা না করে কেউ কেউ ট্রাক, পিক আপে বাদ্যযন্ত্রসহ প্রচারণা করছেন। কেউ কেউ একটা মাইকের অনুমতি থাকা স্বত্বেও প্রচারণা গাড়িতে দুইটি মাইক ব্যবহার করছেন।
আবার প্রচারণার ফাকে গ্রামে গ্রামে উচ্চ শব্দে গান বাজিয়ে সাধারণ মানুষকে বিরক্ত করছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (আঞ্চলিক) বিমলেন্দু কিশোর পাল বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রার্থীরা বেলা ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত এক মাইক দিয়ে মাইকিং প্রচারণা করতে পারবেন। একের অধিক মাইক, ট্রাক, পিকআপের মিছিল প্রচারণা নিষিদ্ধ।
কিন্তু, সরেজমিনে মঙ্গলবার দেখা যায় এ আইন মানছেন না বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। উত্তর ফেঞ্চুগঞ্জ ৫নং ইউনিয়নে মঙ্গলবার সন্ধ্যার পর দেখা যায় চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা গাড়িতে দুইটি করে শব্দযন্ত্র (মাইক) লাগিয়ে বিকট স্ব্ররে প্রচারণা চালাচ্ছেন।
তাদের মধ্যে আছে ৫নং ইউনিয়নের বিএনপি প্রার্থী এমরান উদ্দিন, আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সুহেল আহমেদ।
গাড়িতে মাইক নিয়ে প্রচারণায় থাকা লোকরা বলেন, দুই চুঙ্গা (মাইক) নিষিদ্ধ জানি কিন্তু লিডার দিলে আমরা কি করব। আমরা দিন মজুর হিসাবে কাজ করি।
এসব অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর বলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব প্রার্থীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।