৮২-তে বব ডিলান
যৌবনের অনেকটা সময় রেডিও শুনে কাটিয়েছেন ডিলান। প্রথমদিকে তিনি শুনতেন ব্লুজ ও কান্ট্রি গান। পরবর্তীকালে তিনি রক অ্যান্ড রোলের দিকে ঝুঁকে পড়েন।
নিজস্ব ধারার পাশাপাশি ডিলান আমেরিকার বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীতের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তিনি আমেরিকান লোকগীতি ও কান্ট্রি-ব্লুজ থেকে রক অ্যান্ড রোল, ইংরেজ, স্কটিশ, আইরিশ লোকগীতি, এমনকি জ্যাজ সঙ্গীত, সুইং, ব্রডওয়ে, হার্ডরক এবং গসপেলও গেয়েছেন।
২০১৬ সালের ১৩ অক্টোবর সুইডিশ একাডেমি তাকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে। তিনি পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও ১৯৭১ সালে ১ আগস্ট জর্জ হ্যারিসন আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশে সঙ্গীত পরিবেশন করেছিলেন ডিলান।
ডিলানের কিছু জনপ্রিয় গান হলো- আ হার্ড রেইনস আ-গনা ফল, ব্লোয়িং ইন দ্য উইন্ড, ইট টেকস আ লট টু লাফ, লাভ মাইনাস জিরো, জাস্ট লাইক আ ওম্যান, দ্য টাইমস দে আর এ চেঞ্জিং, লাইক এ রোলিং স্টোন, হ্যান্ডেল উইথ কেয়ার, শেল্টার ফ্রম দ্য স্টোর্ম ইত্যাদি।
এসব গানের জন্য বিভিন্ন সময় গ্র্যামি, গোল্ডেন গ্লোব এবং অস্কার জিতেছেন ডিলান। টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিংশ শতকের শ্রেষ্ঠ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে।