রফিকুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২২ মে, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত

কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ২২ মে ও আগামী ২৪ মে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। আগামী ২৭ মে শনিবার বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ।
আজ সোমবার বেলা ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দের বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।