গায়ানার প্রাথমিক স্কুলে আগুন, অন্তত ২০ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মে, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত
প্রান্তডেস্ক: মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি আগুনে পুড়ছে। ছবি: সংগৃহীতদক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলে আগুনে লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। পোতারো-সিপারুনি অঞ্চলের রাজধানী মাহদিয়ায় এ ঘটনা ঘটে।
গায়ানা সরকার এক বিবৃতিতে জানায়, চিকিৎসা ও ওষুধ সরবরাহের জন্য পাঁচটি বিমান ইতোমধ্যে মাহদিয়াতে রওনা হয়েছে। মেডিভ্যাকের মাধ্যমে ৭ শিশুকে রাজধানী জর্জটাউনে আনা হচ্ছে।এক সরকারি কর্মকর্তার বরাতে সোমবার বার্তা সংস্থা এএফপি জানায়, মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আগুন লাগে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
আগুনের কারণ এখনও জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রবসন বেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।গানায়ার বিরোধীদলীয় সাংসদ নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।সূত্র: রয়টার্স