মুফতি হারুন ইজাহারের জামিন, মুক্তিতে বাধা নেই
প্রান্তডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না শর্তে জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে মুফতি হারুন ইজাহারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগের আদেশ সংশোধন করে গত ৮ মে এ আদেশ দেন। রোববার (১৪ মে) হারুন ইজাহারের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে হাইকোর্ট জামিন দেন। জামিনের শর্ত ছিল পাসপোর্ট জমা রাখতে হবে। কিন্তু হারুন ইজাহারের কোনো পাসপোর্ট নেই। হাটহাজারী থানা পুলিশের তদন্তেও তার পাসপোর্ট না থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। হারুন ইজাহার সব মামলায় জামিন পাওয়ার পরও এই পাসপোর্ট জমা রাখার শর্তের কারণে তিনি কারামু্ক্তি পাচ্ছিলেন না। এ কারণে আগের আদেশ সংশোধন চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করি। গত ৮ মে হাইকোর্ট আদেশ দেন। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না, এ শর্তে জামিন দিয়েছেন। এখন তার কারামুক্তিতে বাধা নেই।’
এর আগে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হারুন ইজাহারকে গত বছরের ৩ জানুয়ারি জামিন দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজত নেতা মুফতি হারুন ইজাহারকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালত এ আদেশ দেন। ওই বছরের ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে র্যাব-৭। সে বছর ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের জেরে দায়ের করা তিন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মুফতি হারুন ইোহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।