সংশোধিত আরপিওতে ইসির ক্ষমতা কমেনি বরং বেড়েছে: ইসি রাশেদা
প্রকাশিত হয়েছে : ২১ মে, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত
প্রান্তডেস্ক: সংশোধিত আরপিওতে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।রোববার (২১ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোট বন্ধের ক্ষমতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, আরপিও ৯১ এর ‘এ’ ধারায় কোনো সংশোধনী চায়নি ইসি। নির্বাচন চলাকালীন কোনো অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা এ ধারায় রয়েছে। নতুন করে, ফলাফলের পরও কোনো অনিয়মের প্রমাণ পেলে ভোট বন্ধের ক্ষমতা চেয়েছিলো ইসি। সেখানে পুরো ভোটের পরিবর্তে এক বা একাধিক কেন্দ্র বন্ধের ক্ষমতা দেওয়া হচ্ছে। এতে কমিশনের ক্ষমতা কমেনি বরং কিছুটা বেড়েছে বলে মনে করেন তিনি।তবে ইসির প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হলে অনিয়ম বন্ধে আরও কঠোর হওযার সুযোগ থাকতো বলে জানান তিনি।পাঁচ সিটি করপোরেশনের ভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কঠোর ইসি। প্রার্থীদের অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।