শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা পণ্ড, গ্রেফতার ১১

প্রান্তডেস্ক:আগামী ১৯ মে শেরপুর বিএনপির দলীয় কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে জেলা বিএনপির সভাপতির বাসায় রবিবার রাতে প্রস্তুতি সভা চলছিল।পুলিশ এসে আতংক সৃষ্টি করে চেয়ার ও মঞ্চ ভেঙ্গে ফেলে সভা পণ্ড করে দেয় বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, প্রস্ততি সভা ভেঙ্গে গেলে গভীর রাতে শেরপুর জেলার সর্বত্র বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশ হানা দেয়। ভোর রাতে কমান্ডো ষ্টাইলে ঘুমের মধ্যে থাকা ১১জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাধা আসলেও আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। যে কোন মূল্যে আগামী ১৯মে শেরপুরে বিএনপির কর্মসূচি পালন করা হবে।
আজ দুপুরে বিএনপি সভাপতির বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, মামুনুর রশিদ পলাশ প্রমূখ।
এদিকে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে গুটি কয়েক নেতাকর্মী অংশ নিলেও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।বিএনপি সভাপতির বাসার চার পাশেই পুলিশের সরব উপস্তিতি লক্ষ্য করা গেছে।
বিএনপির অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ বলেন, পুলিশের বিরুদ্ধে সভাপণ্ড ও মঞ্চ ভেঙে দেওয়া অভিযোগ সঠিক নয়, তাদের অন্তদ্বন্দের কারণে এমনটি হতে পারে। গ্রেফতার হওয়া ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ ছিলো।