মন্দার মুখে রয়েছে মার্কিন অর্থনীতি
প্রকাশিত হয়েছে : ১৫ মে, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত
প্রান্তডেস্ক: ফক্স নিউজ শনিবার জানায়, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে মার্কিন অর্থনীতি মন্দায় পড়বে বলে সেদেশের চেইন সুপার মার্কেটের সিইও জন ক্যাটসিমেটিডিস সতর্কতা উচ্চারণ করেছেন।
তিনি বলেন, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালে ১৯৮১ সালের অর্থনৈতিক মন্দাবস্থায় দেখা দেবে। সরকারের উচিত মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। জানা গেছে, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক আগের মাসের তুলনায় ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেড়েছে।
এদিকে, ইউএস মার্কেট ওয়াচ ওয়েবসাইটের খবর অনুযায়ী, মার্কিন ফেডারেল রিজার্ভের ভাইস প্রেসিডেন্ট রান্ডাল কোয়ার্লস গত শুক্রবার বলেছেন, দীর্ঘমেয়াদী চাপের জন্য আঞ্চলিক ব্যাংকগুলোর নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, সুদের হার পূর্বাভাসের চেয়ে উচ্চ পর্যায়ে এবং দীর্ঘ সময়ে চলতে থাকবে। ফলে মার্কিন আঞ্চলিক ব্যাংকগুলো পূর্বাভাসের চেয়ে আরও দীর্ঘ সময়ে চাপের মুখে থাকবে।