বিএনপির জঙ্গিবাদ, দুর্নীতিতে দেশের ভাবমূর্তি নষ্ট
প্রকাশিত হয়েছে : ১৫ মে, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
ছবি: বিটিভি থেকে সংগৃহীত
প্রান্তডেস্ক: বিএনপি জঙ্গিবাদ, দুর্নীতি করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৫ মে) দুপুর ১২টায় রাজধানীর আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ছয় বছর দেশের বাইরে ছিলাম। তৎকালীন সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসি। দেশে ফেরার পর আমার পরিবারের হত্যাকারীদের বিচার চাওয়ার অধিকারটুকুও ছিল না। দেশে ফিরেছিলাম শুধু একটি প্রত্যয় নিয়ে।